সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার উদ্যোগে ডোমকল থানা এলাকার সেরা পুজো মণ্ডপের জন্য পূজো কমিটিকে শারদ সম্মান প্রদান করলেন আইসি পার্থসারথি মজুমদার সহ সকল পুলিশ অফিসারের উপস্থিতে মণ্ডপে মণ্ডপে গিয়ে কমিটির সদস্যদের হাতে শারদ সম্মান তুলে দেন শুক্রবার দুপুরে।
এদিন ডোমকল থানার আইসি পার্থসারথি মজুমদার জানান আমরা থানার পক্ষ থেকে আমাদের থানার এরিয়ার যে সমস্ত দুর্গা পূজা মন্ডপ তৈরি হয়েছে সেই সব মন্ডপ কে বিভিন্ন বিষয় কে গুরুত্ব দিয়ে পুরস্কৃত করা হয়েছে।যেমন সেরা পরিবেশ এর জন্য ডোমকল স্পোর্টিং ক্লাব (২৪ পল্লী) দূর্গা পূজা কমিটি কে শারদ সম্মান দেওয়া হয়েছে।সেরা মন্ডপ ডোমকল বাবুপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি।সেরা ভাবনা ডোমকল পি টি রসুলপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটি।প্রাণের পূজা অনন্য সম্মান বাজিতপুর সার্বজনীন বুড়িমা দুর্গোৎসব কমিটি।সেরা প্রতিমা বাগডাঙ্গা কর্মকার পাড়া দুর্গা মন্দির।
নারীশক্তি অনন্য সন্মান জিতপুর কেটে পাকুরতলা (মহিলা) দুর্গা পূজা কমিটি। সেরা সাবেকিয়ানা-ধুলাউড়ি দক্ষিণপাড়া দুর্গা পূজা কমিটি। সেরা সমাজ সচেতনতা চকপাড়া অটল সংঘ দুর্গাপূজা কমিটি। এই সকল পূজো কমিটির সদস্যদের হাতে শারদ সম্মান তুলে দেওয়া হয় আমাদের থানার পক্ষ থেকে।
ডোমকল থানার এই উদ্যোগে খুশি পুজো কমিটির সদস্যরা। এক পূজো কমিটির বলেন আমাদের পুরস্কৃত করে অনুপ্রেরণা জুগিয়েছে আগামীতে আরো ভালো মন্ডপ করার চেষ্টা করবো আর পুলিশ যেমন সাধারণ মানুষের নিরাপত্তা দেই ঠিক তার পাশাপশি যেভাবে এই দুর্গা পুজোতে পরিবার পরিজন রেখে আমাদের পাশে সর্বদা থেকেছেন তার জন্য অনেক ধন্যবাদ জানায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct