আপনজন ডেস্ক: ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক মহিলা যাত্রীকে ‘শ্লীলতাহানি’র ঘটনা ঘটেছে। ফ্লাইটটি রাজধানী নয়াদিল্লি থেকে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে যাচ্ছিল। পথিমধ্যে মাঝ আকাশে থাকা অবস্থায় শ্লীলতাহানির এই ঘটনা ঘটে। পরে চেন্নাইতে অবতরণের পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তিকে রাজেশ শর্মা হিসাবে চিহ্নিত করা হয়েছে। ৪৫ বছর বয়সী এই ব্যক্তি পেশায় মার্বেল টালি লেয়ার। গত ৯ অক্টোবর চেন্নাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুর ও দিল্লি ঘুরে বাড়ি ফিরছিলেন ওই মহিলা।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘অভিযুক্ত ওই ব্যক্তি নারী সহযাত্রীর পেছনের সিটে বসা ছিলেন। মাঝ আকাশে ফ্লাইটের মধ্যে তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিল বলে অভিযোগ করা হয়েছে।’ স্থানীয় পুলিশ ওই মহিলাকে লিখিত অভিযোগ দায়ের করতে সহায়তা করে এবং এরপরই তদন্ত শুরু হয়। ইন্ডিগো এয়ারলাইন্স এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct