আপনজন ডেস্ক: আসন্ন সাধারণ নির্বাচনের ক্ষেত্র তৈরির লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু চলতি মাসের শুরুতে দায়িত্ব নেয়ার ঠিক আট দিন পর এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নির্বাচনী বিধান অনুযায়ী অক্টোবর মাসের ২৭ তারিখে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের মেয়াদ চার বছর। তবে নির্ধারিত সময়ের আগে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার অধিকার সংবিধানে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। ফলে অধিকাংশ সময়েই দেখা গেছে, নতুন একজন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম একটি পদক্ষেপ হিসেবে পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নতুন নির্বাচন আহ্বান করেন। এর পেছনে প্রধান কারণ হচ্ছে, দায়িত্ব গ্রহণের পরপর নতুন প্রধানমন্ত্রীর প্রতি জনসমর্থনের হার সাধারণত বেশি থাকে। ফলে তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে দলের এবং নিজের অবস্থান কিছুটা হলেও শক্তিশালী করে নিতে চান। পূর্ববর্তী প্রধানমন্ত্রী কিশিও ফুমিওকেও একই পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেছে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর ইশিবার মতো এতটা অল্প সময়ে নিম্নকক্ষ ভেঙে দেওয়ার দৃষ্টান্ত জাপানে নেই। দুই কক্ষবিশিষ্ট জাপানের পার্লামেন্টে উচ্চকক্ষ প্রধানত উপদেষ্টার ভূমিকা পালন করে। রাষ্ট্র পরিচালনাসহ বিভিন্ন আইন পাস করিয়ে সরকারের দৈনন্দিন কার্যাবলি পরিচালনার দায়িত্ব নিম্নকক্ষের ওপর ন্যস্ত। ফলে নিম্নকক্ষের সদস্যদের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সাধারণত প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় এবং প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের অধিকাংশকে নিম্নকক্ষের সদস্যদের মধ্য থেকে বেছে নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct