আপনজন ডেস্ক: এই বছরের শেষের দিকে উত্তরপ্রদেশের কানপুর জেলার সিসামাউ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে, রাজ্য সরকার ২০১৫ সালের দাঙ্গা মামলায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।উত্তরপ্রদেশ সরকারের বিশেষ সচিব মুকেশ কুমার সিং কানপুরের জেলাশাসককে চিঠি লিখে মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা সরকারি কৌঁসুলি (ডিজিসি) অ্যাডভোকেট দিলীপ অবস্থি এই খবর নিশ্চিত করেছেন। প্রশাসন সম্ভবত মামলা প্রত্যাহার করে নিয়েছে। এ সংক্রান্ত চিঠি আমি পাইনি। তবে এ বিষয়ে তথ্য পেয়েছি। সরকারের কাছ থেকে চিঠি পেলেই আমরা মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করব। তিনি দাবি করেন, তৎকালীন সরকার ও অন্যান্য গোষ্ঠীর চাপে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে অন্যায় মামলা দেওয়া হয়েছিল।
কানপুরের জেলাশাসকের মতামত জানার জন্য ক্লারিয়ন ইন্ডিয়ার প্রচেষ্টা কোনও সাড়া দেয়নি। রাজনৈতিক কর্মী তথা প্রাক্তন আইপিএস অফিসার এস আর দারাপুরি এই পদক্ষেপকে ‘ক্ষমতার অপব্যবহার’ এবং ‘ভুল’ বলে বর্ণনা করেছেন। মামলাটি সুষ্ঠু না অন্যায্য সে সিদ্ধান্ত আদালতকেই নিতে হবে। এই পদক্ষেপ ক্ষমতার অপব্যবহার। মুখ্যমন্ত্রী নিজে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেন এবং বিষয়টি হাইকোর্টে নিয়ে যাওয়া হয়।
২০১৭ সালে বিজেপ) সরকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরও ১৪ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক আদেশ অমান্য করার জন্য ১৯৯৫ সালের একটি মামলা প্রত্যাহারের নির্দেশ দেয়। অন্য অভিযুক্তদের মধ্যে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং একজন বিজেপি বিধায়ক অন্তর্ভুক্ত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct