আপনজন ডেস্ক: ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন আল হিলাল–তারকা। এরপর আর মাঠে ফেরা হয়নি তাঁর। সম্প্রতি অবশ্য অনুশীলনে ফিরেছেন। তবে কবে খেলায় ফিরতে পারবেন, স্পষ্ট নয়।
এর মধ্যেই মাঠের বাইরের কারণে আবার আলোচনায় নেইমার। এবার খবরের শিরোনাম হয়েছেন তিনি ব্রাজিলের একটি ব্যক্তিগত দ্বীপ কিনতে যাওয়ার কারণে। দ্বীপটির অবস্থান রিও ডি জেনিরোর কাছাকাছি, নাম ইলাহাও দো জাপাও। এটি কিনতে নেইমারের খরচ হবে ৯০ লাখ ইউরো। নেইমার দ্বীপটিতে এখনো থাকছেন, তবে এর জন্য প্রতিদিন ৫০ হাজার ইউরো ভাড়া দিতে হয় তাঁকে। নেইমার যে ইলহাও দো জাপাও দ্বীপটি কিনতে যাচ্ছেন, সেই খবর দিয়েছেন ব্রাজিলের এক সাংবাদিক লিও দিয়াস। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা কানাডিয়ান একটি প্রতিষ্ঠানের। আগে দ্বীপটির দাম ১ কোটি ২০ লাখ ইউরো চেয়েছিল তারা। এখন ৩০ লাখ ইউরো দাম কমিয়ে চাওয়ায় এটা কিনতে যাচ্ছেন নেইমার। দ্বীপটিতে একই সঙ্গে ১০ জন অতিথি থাকতে পারবেন। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে পৌঁছাতে হেলিকপ্টারে ৩৫ মিনিট লাগে। এ মুহূর্তে দ্বীপটির মালিকানা প্রতিষ্ঠানের একটি হেলিকপ্টার আছে, যেটি নেইমারের হবে। হেলিকপ্টার ছাড়াও রিও থেকে নৌকায় করে সেখানে যাওয়া যায়। দ্বীপটি সব মিলিয়ে তিন হেক্টরের। সেখানে ইন্দোনেশিয়ান স্টাইলের একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর ও সমুদ্রের দিক মুখ করা তিনটি বাংলো আছে।
ইলহাও দো জাপাওই অবশ্য নেইমারের বিলাসবহুল সম্পত্তি নয়। ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে তাঁর একটি ছয় বেডরুমের বাড়ি আছে। এ ছাড়া সাও পাওলোর কাছে আছে তাঁর আরেকটি বিলাসবহুল বাড়ি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct