আপনজন ডেস্ক: ম্যাচ শুরুর আগে মাঠের পরিস্থিতি নিয়ে উরুগুয়ের রেফারি গুস্তাভো তেহরার সঙ্গে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। জল জমে থাকা মাঠে ম্যাচটি খেলা যাবে কি না, তা নিয়ে রেফারি গুস্তাভোর সঙ্গে ম্যাচ শুরুর আগে কথা বলেছেন স্কালোনি। গুস্তাভো তাঁকে আশস্ত করেছেন এই বলে, জল থাকা মাঠে বল ঠিকঠাকমতো না এগোলে তিনি ম্যাচ থামিয়ে দেবেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ, সেখানে খেলছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর মাঠের কিনা এই পরিস্থিতি! তবু এমন মাঠেই খেলতে হয়েছে দুই দলকে এবং শেষ বাঁশি বাজার পর ক্ষোভ উগরে দিয়েছেন স্কালোনি। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ সরাসরি কথাটা বলেননি, তবে সব শুনে এতটুকু বুঝে নেওয়া যায়, আর্জেন্টিনা সম্ভবত এমন মাঠে ম্যাচটা খেলতে চায়নি।
ভেনেজুয়েলার মাতুরিন মনুমেন্তালে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ভারী বর্ষণের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয়। তবে মাঠ খেলার পুরোপুরি উপযোগী করে তোলা যায়নি। জল জমেছিল মাঠের বেশ কিছু জায়গায়। এমন মাঠে টানা দুটি পাসও খেলতে না পারার আক্ষেপ ঝরেছে লিওনেল মেসির কণ্ঠে। আর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ম্যাচটি খেলার মতো পরিস্থিতি ছিল না। তিন বছরের বেশি সময় পর টানা দুই ম্যাচে জয়হীন রইল আর্জেন্টিনা। গত সেপ্টেম্বরে কলম্বিয়ার বিপক্ষে হেরেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০২১ সালে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে জয়হীন ছিল আর্জেন্টিনা। অবশ্য এরপরও ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান টেবিলের শীর্ষে স্কালোনির দল। আগামী বুধবার বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct