আপনজন ডেস্ক: নরওয়ে ৩–০ স্লোভেনিয়া। নিজেদের মাঠ ওসলোর উলিভাল স্তাদিওনে স্লোভেনিয়াকে ৩–০ গোলে হারিয়েছে নরওয়ে। গোল তিনটি করেছেন দুই স্ট্রাইকার আর্লিং হলান্ড ও আলেক্সান্দার সোরলথ। ম্যাচের ৭ মিনিটেই হলান্ডের গোলে এগিয়ে যায় নরওয়ে। ৫২ মিনিটে ব্যবধান ২–০ করেন সোরলথ। ১০ মিনিট পর হলান্ড আরেকটি গোল করে ভাঙেন ৮৭ বছর আগের রেকর্ড।
এ গোলের মধ্য দিয়ে নরওয়ের ইতিহাসের শীর্ষ গোলদাতা হয়ে গেছেন হলান্ড। জাতীয় দলের হয়ে ম্যানচেস্টার সিটি তারকার গোলসংখ্যা এখন ৩৪টি। তিনি ছাড়িয়ে গেছেন ইয়োর্গেন ইউভেকে। ১৯২৮ থেকে ১৯৩৭ সালের মধ্যে নরওয়ের হয়ে ৪৫ ম্যাচ খেলা ইভেকে করেছিলেন ৩৩ গোল। তাঁর রেকর্ড ভাঙতে হলান্ডের লেগেছে ৩৬ ম্যাচ।
নরওয়ের শীর্ষ গোলদাতা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগামাধ্যমে হলান্ডকে অভিনন্দন জানাতে থাকেন অনেকে। অভিনন্দন বার্তা পাঠানোর মাত্রা আরও বেড়েছে ম্যাচ শেষ হওয়ার পরপরই হলান্ডের পোস্ট করা এক ইঙ্গিতপূর্ণ ছবিতে। বলটিকে জার্সির ভেতর লুকিয়ে পেটের সামনে রেখে মুখে বুড়ো আঙুল চুষতে থাকার ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে একটি ‘শিশুমুখ’ আর ‘শিগগিরই লেখা’ ইমোজি। বুঝতে বাকি নেই তাঁর প্রেমিকা ইসাবেল হগসেং ইয়োহানসেন এখন অন্তঃসত্ত্বা। তার মানে শিগগিরই বাবা হতে চলেছেন হলান্ড।
৭ পয়েন্ট নিয়ে ‘বি৩’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে নরওয়ে। ৪ পয়েন্টে আটকে থাকা স্লোভেনিয়া নেমে গেছে তিনে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct