রহমতুল্লাহ, সাগরদিঘী, আপনজন: চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, শারদীয় উৎসব কে সামনে রেখে সপ্তমীর দিন সাগরদিঘী ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের পুজো মণ্ডপ গুলিতে নতুন বস্ত্র বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সাহা। বৃহস্পতিবার বালিয়া অঞ্চলের চামুণ্ডা এলাকা, বোখারা -১ ধলসা এলাকা এবং বন্যেশ্বর এর দক্ষিণ নগর এলাকা মোট তিনটি অঞ্চলে প্রায় পাঁচশো বস্ত্র বিতরণ করেন সাগরদিঘীর প্রয়াত বিধায়ক সুব্রত সাহার পুত্র সপ্তর্ষি সাহা। ধলসা দুর্গাপূজো মণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তর্ষি সাহা, এবং সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায়, সহ সেল্ফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা। বিশিষ্ট সমাজসেবী সপ্তর্ষি সাহা জানান - মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের ধর্ম হওয়া উচিত বলে মনে করি। সবার উপরে মনুষত্ব তাহার উপরে নাই আমরা যদি সকলে একথা মর্যাদা দিয়ে চলতে পারি তাহার জন্য সকলে এই ধরনের কার্যকলাপে বেশি বেশি করে যুক্ত হতে হবে। ধালসায় দুর্গাপূজো মন্ডপে বস্ত্র বিতরণ করতে সহযোগিতা করেন সেল্ফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct