সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: প্রতি বছরই পুজোর সময় নতুন পোশাক পাওয়ার জন্য চাতকের মতো অপেক্ষায় থাকেন অসহায় দরিদ্র পরিবারের মানুষজনেরা। প্রাকৃতিক দুর্যোগ আর অপর দিকে বাঙালির বৃহত্তম উৎসব দুর্গাপুজো।মাটি হতে বসেছিল। পাশাপাশি দরিদ্র মানুষজন ছিলেন মহাচিন্তায়। অবশেষে বরুণদেব সহায় হলেন। কেটে গেল প্রাকৃতিক দুর্যোগ। বৃহষ্পতিবার ঠিক সেই মুহূর্তে মহাসপ্তমীতে দরিদ্র অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে তুললেন ক্যানিং পুর্ব বিধানসভার হোগলদাঁড়া’র ‘তেঁতুল বেড়িয়া বিপিন সেবা সমিতি’।ধর্ম-বর্ণ নির্বিশেষে ২৫০ জনের অধিক অসহায় দরিদ্র মানুষের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র।
উপস্থিত ছিলেন সমাজসেবী জয়ন্ত বোস, মধু সূদন সাঁফুই,অসীম সাঁফুই, শিক্ষক সমাজসেবী সমীর মন্ডল, মনোহর সরদার, গৌতম অধিকারী,মহঃ ময়জুদ্দিন মোল্লা, পুতুল সাঁফুই সহ অন্যান্য বিশিষ্টরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct