আপনজন ডেস্ক: উয়েফা নেশনস লিগে বৃহস্পতিবার রাতে ছিলইসরায়েলের বিপক্ষে ফ্রান্সের ম্যাচ। কিন্তু নিয়মিত অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে নেই। এমন নয় যে চোটের কারণে এমবাপ্পে খেলার বাইরে। শতভাগ ফিট না থাকলেও গত শনিবার রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় খেলেছেন এই ফরোয়ার্ড। প্রশ্নটা উঠেছিল তাই জোরেশোরেই, খেলার মধ্যে থাকলেও জাতীয় দলের ম্যাচে এমবাপ্পে নেই কেন? এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কাছ থেকে চাপ বা এমবাপ্পে নিজেই খেলতে চাননি বলে গুঞ্জন আছে। তবে তা উড়িয়ে দিয়েছেন দিদিয়ের দেশম। ফ্রান্সের কোচ বলেছেন, এমবাপ্পেকে সামনের দুটি ম্যাচের দলে তিনি নিজেই নেননি। সিদ্ধান্ত একা তাঁরই। এমবাপ্পেহীন ফ্রান্স এ মাসে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের পর বেলজিয়ামের বিপক্ষে খেলবে। এমবাপ্পে গত মাসে রিয়ালের হয়ে খেলার সময় ঊরুতে চোট পেয়েছিলেন। তবে গত বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন। এরপর শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে বদলি হওয়ার আগে ৭১ মিনিট মাঠে ছিলেন। চোট কাটিয়ে ফেরা এমবাপ্পে এরই মধ্যে দুই ম্যাচ খেললেও ফ্রান্সের নেশনস লিগের ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাঁকে। কারণ হিসেবে এমবাপ্পেকে শতভাগ ফিট হওয়ার সুযোগ দেওয়ার কথা বলেছিলেন দেশম। ফ্রান্স কোচ এমনও বলেছিলেন, ‘ভুলে গেলে চলবে না একজন খেলোয়াড়কে বেতন দেয় তাঁর ক্লাব, ফেডারেশন নয়।’
ক্লাবের জন্য প্রস্তুত থাকলেও জাতীয় দলের অধিনায়ক হয়েও খেলছেন না বলে অনেকে এমবাপ্পের সমালোচনা করেন। ফ্রান্সের সাবেক ফুটবলার ম্যাক্সিম বসিস লেকিপকে বলেন, ‘আপনি চোটাক্রান্ত থাকলে ক্লাব এবং জাতীয় দল কোনোটির জন্য খেলতে পারবেন না। কিন্তু যখন চ্যাম্পিয়নস লিগে খেলবেন, লিগের ম্যাচেও শুরু থেকে মাঠে নামবেন, তখন ব্যাপারটা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। আমরা মিশেল প্লাতিনির কথা জানি। সে চোটে থাকলেও আমরা তাঁকে দলের সঙ্গে রাখতে চাইতাম।’ নেশনস লিগের ম্যাচ দুটিতে এমবাপ্পে না থাকায় ফ্রান্স ফুটবল দলের প্রধান সমর্থক গোষ্ঠী ‘ইররেসিস্টিবল ফ্রান্সাইজ’–এর মুখপাত্র ফাবিয়েন বোনেট তাঁর দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন, ‘অধিনায়ক হিসেবে ভক্ত–সমর্থকদের চোখে উদাহরণ তৈরি করতে হবে। কিন্তু সেটা সে করছে না।’এসবের বাইরে রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে না খেলতে চাপ দিয়েছে বলে অনুমান অনেকের। তবে ইসরায়েল–ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সব অনুমান ও গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ফ্রান্স কোচ দেশম, ‘কেউ কোনো অনুরোধ করেনি। (এমবাপ্পেকে না রাখার) সিদ্ধান্তটা আমারই।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct