আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: বীরভূম জেলার সভাধিপতি কাজল সেখ (ফাইজুল হক) তার নিজগ্রাম নানুর বিধানসভার নানুর থানার অন্তর্গত পাপুড়ি গ্রামে। এই গ্রামে বেশিরভাগ মানুষ বাস করে মুসলিম সম্প্রদায়। কিন্তু অল্পসংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষের বাস। এই অল্প সংখ্যক হিন্দু সম্প্রদায় মানুষেরা দুস্থ পরিবারের লোক বাস করেন। গ্রামের মানুষের কাছ থেকে শোনা যায় যে তারা বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সময় পরিবারের মেয়েরা বাবার বাড়ি চলে যেতেন এবং পুজো দেখতে অন্য গ্রামে যেতে হতো । এই দুর্গোৎসবের সময়। কারণ অল্প সংখ্যক হিন্দু সম্প্রদায় মানুষের বাস করাই এখানে এত বড় দুর্গা প্রতিমা আনা তাদের পক্ষে সম্ভব ছিল না। ওই হিন্দু সম্প্রদায় মানুষের কথা মাথায় রেখে বিশিষ্ট সমাজ সেবক কাজল শেখ তখন দুর্গা প্রতিমা আনার উদ্যোগ নেন। যে যাহাতে গ্রামের মানুষকে অন্য গ্রামে যেতে না হয়। সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে কাজল শেখ নেমে পড়েন দুর্গা প্রতিমা আনার জন্য। দীর্ঘ ১২বছর আগে কাজল শেখের প্রচেষ্টায় পাপুড়ি গ্রামে দুর্গা প্রতিমা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে প্রতিবছর এই দুর্গা প্রতিমা পূজিত হয়ে আসছে পাপুড়ি গ্রামে। এবারেও কাজল শেখ বীরভূম জেলা সভাধিপতি হওয়ায় বেশ ধুমধাম করে দুর্গোৎসবের শুভ সূচনা করলেন।। আজ মহাসপ্তমীতে প্রদীপ উজ্জ্বলন ও ফিতে কেটে দুর্গোৎসবের শুভ সূচনা করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। সাম্প্রদায়িক সম্প্রীতি এক অন্য নজির এই গ্রামে। কাজল শেখ জানান এই গ্রামে হিন্দু মুসলিম এমন ভাবে বসবাস করে যে বোঝার উপায় নেই। কে হিন্দু কে মুসলিম। মুসলিমদের উৎসবে ও হিন্দুরা অংশগ্রহণ করেন বলে জানা যায়। আজকে এই বিশেষ দিনে হিন্দু সম্প্রদায়ের গ্রামের মানুষদের বস্ত্র দান করেন এবং পুজোর চার দিন খাওয়া-দাওয়ার ও ব্যবস্থা থাকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, নানুর থানার ওসি, নানুর ব্লকে ভিডিও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct