আসিফ রনি ও রাজু আনসারী, সাগরদিঘী, আপনজন: শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অসহায় মানুষদের পাশে সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান। দুর্গাপূজা উপলক্ষে সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান বৃহস্পতিবার প্রায় চার হাজার দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন। চলছে বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর উৎসব মানুষের জীবনে নিয়ে আসে খুশি।
উল্লেখ করা যেতে পারে, সাগরদিঘি ব্লকের মনিগ্রাম অঞ্চলের আদিবাসী এলাকা একেবারে পিছিয়ে পড়া। দুর্গোৎসবে তাদের আনন্দ যেন ফিকে হয়ে গিয়েছে।সমাজে রয়েছে বিভিন্ন ধরনের অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ,অসচ্ছল মানুষ, এই সমস্ত পরিবারের মুখে পুজোয় এক ঝলক হাসি ফোটানোর লক্ষ্যে বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে নিজ হস্তে নিজ বাসভবনে গরীব অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করেন তিনি। বস্ত্র হিসেবে মহিলাদের দেওয়া হয় কাপড় ও পুরুষদের তুলে দেওয়া হয় লুঙ্গি। এদিন প্রায় চার হাজার মানুষদের বস্ত্র বিতরণ করেন তিনি। বস্ত্র বিতরণ শেষে মানবিকতার পরিচয় সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ নিয়েছি। তাদের কাছে পুজো মানেই আনন্দ। কিন্তু দুঃস্থতার কারণে তাদের পুজোয় নতুন কাপড় হযে ওঠে না। বহু গরিব মানুষের এ সময়ে কষ্ট হয়। একটু হলেও দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার লক্ষ্যে সাগরদিঘীর বিভিন্ন প্রান্তের প্রায় চার মানুষকে কাপড় ও লুঙ্গি বিতরণ করলাম। আগামীতে আরো কিছু করার ইচ্ছে রয়েছে। তার এই মানবিক কাজে এলাকার মানুষ মসিউর রহমানরের প্রশংসায় পঞ্চমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct