নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া, আপনজন: উৎসবে কিংবা বিপদে সেলিম মানেই মানুষের পাশে। খুশির ঈদ থেকে দুর্গাপুজোর মতো উৎসবের দিনগুলোতে অসহায় মানুষের মুখে হাঁসি ফোটাতে সর্বদা উদগ্রীব উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী সেলিম মোল্লা।
উল্লেখ্য,বুধবার ছিল দুর্গাপুজোর মহা পঞ্চমী। এই দিন তিনি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের কালীনগর অঞ্চল এলাকার ৫০ জনের মতো গরীব দুঃস্থ পরিবারের শিশুদের উলুবেড়িয়ার একটি নামী শপিংমলে নিয়ে গিয়ে তাদের পছন্দের নতুন বস্ত্র ও উপহার স্বরুপ মিষ্টি তুলে দেন। স্বভাবতই পুজোর মুখে নতুন বস্ত্র উপহার পেয়ে খুশি ওই শিশুরা। সেলিম মোল্লার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct