রহমতুল্লাহ, মুর্শিদাবাদ, আপনজন: মঙ্গলবার ষষ্ঠীর দিনে বৃষ্টিকে উপেক্ষা করেই মুর্শিদাবাদ পৌরসভায় ছয়টি দুর্গাপূজো মণ্ডপের উদ্বোধন করেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর যেমন লালবাগ কোট পল্লী পূজো মন্ডপ, নশিপুর রাজবাটি নবারুন সংঘ, সবজি কাটরা উদয় সংঘ ক্লাব, কমলবাগ সর্বজনীন দূর্গাপূজো,সাহানগর ভাগীরথী আশ্রমের পুজো উদ্বোধন প্ৰমুখ। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান জানান মুর্শিদাবাদ শহরের মানুষের পাশে সবসময় আছি, এবং মানুষের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিষেবা দিয়ে যাচ্ছি, শহরবাসির একের পর এক দাবি পূরণ করে চলেছি, পূজোর আগেই বাড়ি বাড়ি পানিয় জলের ব্যবস্থা করে দিয়েছি, রাস্তা -ঘাটও রয়েছে ঝাঁ চকচকে, নবাবের জেলা মুর্শিদাবাদ সুতরাং ঐতিহাসিক জায়গা গুলো নবরুপে ফিরিয়ে আনতে, চলছে জোড় কদমের কাজ, ইতিমধ্যেই নবাবী আমলের ঘড়ি ঘন্টাঘর নবরূপে ফরিয়ে এনেছি, বাংলা, বিহার, ওড়িষ্যার গেটের কাজ চলছে। এমন কি মানুষের সমস্যা অভিযোগ জানতে সকাল বেলায় স্কুটি নিয়ে বেরিয়ে পরি মানুষের দারে দারে। এবং সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটাও দ্রুত ব্যবস্থা করছি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct