সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গত সোমবার খয়রাশোল ব্লকের লোকপুর থানার ভাদুলিয়া গঙ্গারামচক খোলামুখ কয়লা খনিতে ভয়াবহ বিষ্ফোরণ ঘটে। বিষ্ফোরণের জেরে আটজন কয়লা খনি শ্রমিকের মৃত্যু হয় ঘটনাস্থলে এবং তিন জন গুরুতর জখম হয়ে পড়ে।সেই বিষ্ফোরণ কাণ্ডের নমুনা সংগ্রহ করতে বুধবার ঘটনাস্থলে এসে পৌঁছায় ফরেনসিক দল ও বোম স্কোয়াড টিম। মৃতদের মধ্যে কয়লাখনি সংলগ্ন আদিবাসী অধ্যুষিত বাস্তবপুর গ্রামের চারজন যারফলে গ্রাম জুড়ে কান্নার রোল।পাশাপাশি সমগ্র গ্রাম শোকাহত, মর্মাহত এবং অনেকেই মুষড়ে পড়েছেন। বাস্তবপুর গ্রামের সেই সমস্ত শারীরিক ও মানসিক ব্যাক্তিদের চিকিৎসা পরিষেবার লক্ষ্যে এদিন বাস্তবপুর গ্রামে পৌঁছালো মেডিকেল টিম। স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক সহায়তা দিচ্ছেন। এই মর্মান্তিক ঘটনার পর থেকে লোকপুরের বাস্তবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে গভীর মানসিক আঘাত সৃষ্টি হয়েছে। তাঁদের মানসিক ও শারীরিক সহায়তা দেওয়ার জন্যই মেডিক্যাল টিম সেখানে পৌঁছেছে, যারা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা ও মানসিক সহায়তা দিচ্ছেন বলে জানা যায়। প্রসঙ্গত, সোমবার দিন খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত ভাদুলিয়া মৌজায় অবস্থিত গঙ্গারামচক কয়লা খনিতে বিস্ফোরণে নিহত হন ৮ জন কর্মী, আহত হয়েছেন ৩ জন, তারা বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই কয়লা খনিতে বিস্ফোরণ ঘটাতে গিয়ে অসাবধানতাবশত এই কাণ্ড ঘটে বলে জানা যাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct