নুরুল ইসলাম খান, ফুরফুরা, আপনজন: মঙ্গলবার ফুরফুরা শরীফে হযরত পীর ছোট হুজুর রহ, এঁর স্মরণে ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। মোজাদ্দেদে যামান ফুরফুরা শরীফের হযরত পীর দাদা হুজুরের ছোট পুত্র ছিলেন পীরসাহেব। তিনি সুলতানুল ওয়ায়েজীন ও আসেকে রসুল ছিলেন।এদিন সন্ধ্যায় জেকেরের মজলিস পরিচালনা করেন পীরজাদা মুফতি হাসান সিদ্দিকী। পীরজাদা আলি আকবর সিদ্দিকী দোয়া করেন। মুম্বাইয়ে প্রিয় নবি সা-এর বিদ্রুপকারীর বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হয়।
পীরজাদা তাহের সিদ্দিকী, পীরজাদা সত্তার সিদ্দিকী, পীরজাদা তহা সিদ্দিকীও বক্তব্য রাখেন। সভায় মানুষের ভিড় জন সমুদ্রে পরিণত হয়।
পীর দাদা হুজুরের মাজারেও ছিল প্রবল মানুষের উপস্থিতি। বলা ভাল পীর হযরত ছোট হুজুর দরবেশী জীবন অতিবাহিত করেছেন।তিনি দ্বীনী শিক্ষায় ব্যপক পান্ডিত্য অর্জন করেছিলেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড সহ পীরসাহেব অজস্র মক্তব, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ও মসজিদ স্হাপন করেছিলেন।
পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, আসেম বিল্লাহ সিদ্দিকী, সানাউল্লাহ সিদ্দিকী, হোজায়ফা সিদ্দিকী, সাফেরি সিদ্দিকী, হোরায়রা সিদ্দিকী, মোসফেকিন সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ও পীরজাদা উজায়ের সিদ্দিকী সহ অসংখ্য পীরসাহেব মাহফিলে হাজির ছিলেন।সমগ্র বিশ্বের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct