নিজস্ব প্রতিবেদক, বারাসত, আপনজন: “কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটি” কর্তৃক প্রথম শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে “ট্যালেন্ট সার্চ এগজামিনেশন “ অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এই পরীক্ষা তিন ধাপে মোট ৯,৮৭২ টি সেন্টারে ৭,৮১,৬৯৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিটি পরীক্ষা সেন্টারে ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। উত্তর ২৪পরগণা জেলার দেগঙ্গা থানার অন্তর্গত বেড়াচাঁপা “বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট”-এ তিন পর্যায়ে মোট ৩৬০ জন ছাত্র-ছাত্রী এই ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণ করে। অভিভাবক-অভিভাবিকাদের নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করেন বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট কর্তৃপক্ষ। আলোচনায় বর্তমান ডিজিটাল যুগে মোবাইলের অপব্যবহার, বই পড়ার অনিহা, জানার অনাগ্রহ, বদ খাদ্যাভাস, নোট ভিত্তিক পড়াশোনা, না পড়ে পাশ করা ইত্যাদি বিষয়ের উপর বক্তব্য রাখেন সেন্টার কনভেনার সেখ আহসান আলি, সমাজ সেবী সুকান্ত সম্মাদ্দার,শিক্ষাবিদ আসগার আলী, মোঃ ইব্রাহিম প্রমুখ। সোসাইটির রাজ্য কনভেনার শ্রী বিমল সিংহ রায় ট্যালেন্ট সার্চ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরকে শুভেচ্ছা জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct