আসিফা লস্কর, মথুরাপুর, আপনজন: সুন্দরবনকে বাঁচাতে পুজোর থিম সুন্দরবন,এমনি ভাবনা দূর্গা পূজা কমিটি বৃন্দদের, সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রাম মথরাপুর ২ নম্বর ব্লকের গঙ্গার মোড়,সেই মোড়ে ১৪তম বর্ষের দূর্গা পূজার শুভ সূচনা করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। জানা যায় যুবক বৃন্দের পরিচালনায় এবছর এই পুজোর থিম সুন্দরবন, আসলে জল জঙ্গল ঘেরা এই এলাকার বাসিন্দারা সুন্দরবনকে খুব ভালোবাসে। আর সেই সুন্দরবনের থিম উঠে এসেছে গঙ্গার মোড়ের পুজো মন্ডপ থেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct