অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: শিশু কিশোর কিশোরীদের নিয়ে কাজ করে বালুরঘাটের কথক। আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। তার আগের দিনই ছোট দের মনের খোঁজ নিল কথক। ইদানীং ছোটরা অভিমান করে অনেক সময় জীবনের কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয়। আবার বড়রা অনেক সময়ই ছোট দের মন খারাপের খোঁজ নেয় না। এইসব বিষয়ে সচেতন হতেই ও সচেতন করেই কথকের এই ভাবনা।
অনুস্কা, পাখি,তনুশিয়া, দীপ, পপি,বর্ষা, অর্জুন, সুরজিতরা বললো ওদেরও মন খারাপ হয়। কখনও বাবা মা বকলে, বন্ধু দের সঙ্গে ঝগড়া হলে, দেখা না হলে, মোবাইল চেয়ে না পেলে, কোনও কিছু কিনতে বাবা মায়ের কাছে টাকা চেয়ে না পেলে, স্যার বা ম্যাডাম বকলে ওদের মন খারাপ হয়। কথকের মহলা কক্ষে মানসিক স্বাস্থ্য দিবস কি? কেন এটা পালন করা হয়? কেন মনের যত্ন নেওয়া জরুরী - এসব নিয়ে জানানো হল ছোট দের।
কথক নাটক, আবৃত্তি, সঞ্চালনা, কথা বলা শিক্ষা এসব নিয়ে গত চার বছর ধরে শিশু কিশোর ও কিশোরী দের ব্যক্তিত্ব ও সামগ্রিক বিকাশের কাজ করে চলেছে।
এদিন মূলত: ছিল কথকের আলোর ঠিকানার শিশু কিশোর কিশোরীরা। বালুরঘাট শহরের এ কে গোপালন কলোনীর এই শিশু কিশোর কিশোরী দের মনের যত্ন নেওয়ার তাগিদ থেকেই কথকের আলোর ঠিকানা ধারাবাহিক একটি প্রয়াস। কথকের সম্পাদক তুহিনশুভ্র মণ্ডল বলেন, দশ টাকা চেয়ে না পেয়ে অথবা মোবাইল দেখতে না পেয়ে অপমানে আত্মঘাতী হচ্ছে ছোটরা। তাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে ওদের ধারণা দিয়েছি। মন খারাপ হলে, রাগ হলে কি কি করতে হবে বলেছি। কোনও কিছুর জন্যই জীবনকে নষ্ট করা যাবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct