তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: ষষ্ঠীর সন্ধ্যায় বুধবার হরিশ্চন্দ্রপুরের দক্ষিণী যুগদর্শী ক্লাবের দুর্গাপূজা মন্ডপের দ্বার উৎঘাটন করল তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসম বেনজীর নূর। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর বাজার ও তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বড়োল মাঠে জোড়া উঁচু বাতি স্তম্ভের উদ্ভোধন করেন তিনি। মৌসম নূর বলেন, লোকসভার সংসদ থাকাকালীন ২০১৮-১৯ অর্থ বর্ষে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বিভিন্ন এলাকায় ১৩ টি উঁচু বাতি স্তম্ভ ধরেছিলাম। একেক টা বাতি স্তম্ভের বরাদ্দ ৫ লক্ষ টাকা। ষষ্ঠীর দিন ১০ লক্ষ টাকা বরাদ্দে দুটি উঁচু বাতি স্তম্ভের উদ্ভোধন করা হল। বাকি আরও ১১ টি বাতি স্তম্ভ শীঘ্রই উদ্ভোধন করা হবে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুর রহমান সহ ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব। রবিউল ইসলাম বলেন, মৌসুম নূর লোকসভার সংসদ থাকাকালীন হরিশ্চন্দ্রপুর এলাকায় একাধিক কাচা রাস্তা পাকা হয়েছে,সাব মার্সিবল পাম্প হয়েছে, উপ স্বাস্থ্য কেন্দ্র হয়েছে। ৬৫ লক্ষ টাকা বরাদ্দে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের গোলারমোড়, মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে, কনুয়া বাসস্ট্যান্ড, তুলসীহাটা শ্মশান, ওয়ারী, কুশিদা হাসপাতাল, বিলাসী বাজার, রনথল, বিদ্যানন্দপুর ও রাণীপুরা কবরস্থানে উঁচু বাতি স্তম্ভ শীঘ্রই বসানো হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct