চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: আম বাঙালির প্রিয় ফল।এবার মালদহের পর রাজ্যের আমের চাহিদা মেটাতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা জেলার উদ্যানপালন বিভাগ সেই উদ্যোগ নিয়েছে। চলছে আম বাগান তৈরির সব ধরনের পরিকল্পনা। মালদহ, নদিয়া, মুর্শিদাবাদের মত দক্ষিণ ২৪ পরগনা জেলাও আমের ফলনের অংশীদার হতে পারবে। সব মিলিয়ে সাত প্রজাতির আমের চারা দেওয়া হচছে। সেগুলি হল আম্রপালি, হিমসাগর,দোফালা, গোলাপখাস, আলফান্সো, বারোমাসি এবং কাটিমন।প্রতি বছরই জেলা গুলিকে উদ্যান পালন দফতর বিভিন্ন ফল গাছের চারা দেয়। একেকটি আম বাগান তৈরির জন্য কয়েকটি ব্লক কে চিহ্নিত করা হয়েছে।যেমন আম্রপালির চারার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে গোসাবা, ক্যানিং ১ ও ২, জয়নগর ১ ও ২, মথুরাপুর ১ এবং ভাঙড় ১ নম্বর ব্লক।তেমনই হিমসাগরের চারা বেশি করে রোপণ হবে কাকদ্বীপ মহকুমা এবং মগরাহাট ১, কুলতলি, মথুরাপুর ২ এবং ভাঙড় ১ নম্বর ব্লকে। বারুইপুরে আলফান্সো এবং বারোমাসি আমের বাগান করার জন্য বেশি চারা দেওয়া হচছে।জেলার উদ্যান পালন দফতরের তথ্য অনুযায়ী, গত বার ছয় প্রজাতির আম গাছের চারা বিলি করা হয়েছিল।এবার সাত ধরনের প্রজাতির চারা বিতরণ করা হচ্ছে ।এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার বন ও ভূমির স্থায়ী সমিতির সদস্য উদয় হালদার বলেন, এই আমগাছ প্রান্তিক এলাকার মানুষজনের স্বনির্ভর হওয়ার জন্য দেওয়া হচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতেও দেওয়া হচ্ছে এই আম গাছ। এতে উপকার পাবেন অনেকেই।জেলা উদ্যান পালন আধিকারিক বলেন,আমের একটা বিপুল চাহিদা এবার মেটাতে পারবে দক্ষিন ২৪ পরগনা।তাছাড়া এই আমের ফলন থেকে স্বনির্ভরের পথ আরও সুগম হবে মহিলা সহ পুরুষদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct