সাবের আলি, বড়ঞা, আপনজন: বড়ঞা প্রতি বছরের মত এই বছরও শারদীয়া উৎসব উপলক্ষে মমতা ব্যানার্জি অভিষেকের নির্দেশে বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহার উদ্যোগে বড়ঞা ব্লকে বস্ত্র বিতরণ করা হলো।দুর্গাপূজার সময় যাতে সমস্ত ধরনের পরিবারগুলো নতুন বস্ত্র পরিধান করে পূজা মণ্ডপ গুলিতে ঘুরতে পারেন। তাই এই উদ্যোগ নেওয়া হয়। বড়ঞা বিধায়কের তরফে।এদিন নিজের হাতে প্রায় ৩০০ জনেরও মানুষকে নতুন বস্ত্র তুলেদেন। বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তরফে জানানো হয়। চার থেকে পাঁচ হাজার পরিবারকে নতুন বস্ত্র বিতরণ করা হবে। বড়ঞা ব্লকের সমস্ত ভবঘুরে, পঞ্চায়েতে এলাকায় গুলিতে বস্তবিতরণ করা হবে। চার হাজার থেকে পাঁচ হাজার পরিবারের হাতে এই নতুন বস্ত্র তুলে দেওয়া হবে। বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপুজোতে সবার সাথে নতুন বস্ত্র পরে পূজোর দিন গুলো আনন্দে কাঁটাতে পারে তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবঘুরে বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, বড়ঞা যুব সভাপতি শামসের দেওয়ান। বড়ঞা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct