সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: মহাষষ্ঠীর পুণ্যলগ্নে কৈশাল থেকে ধরাতলে আবির্ভূত হয়েছেন দেবী দশভূজা উমা।
আনন্দঘন সেই মুহূর্তে রক্ত সংকটে জর্জরিত ক্যানিং মহকুমা হাসপাতাল। রক্তের অকাল চলছে। ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের ভাঁড়ার শূণ্য। আনন্দঘন উৎসবকে পিছনে ফেলে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস।
ক্যানিং ব্লাড ব্যাঙ্কের শূণ্য ভাড়ার ভর্তি করতে বুধবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে আয়োজন করলেন এক বৃহৎ রক্তদান শিবিরের। শুধু শিবির আয়োজন নয়। তিনি নিজের আত্মীয় বন্ধু-বান্ধবদের নিয়ে রক্ত সংকট মেটানোর জন্য উদ্যোগ গ্রহণ করেন। তিনি নিজেও দান করলেন রক্ত। এদিন বিধায়কের পাশাপাশি প্রায় ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
সংকটমোচন হল ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। আনন্দে ভরপুর হয়ে উঠল থ্যালসেমিয়া সহ অন্যান্য রক্ত সংকটের জন্য জর্জরিত রুগী ও রুগীর পরিবার পরিজনেরা। এদিন আচমকা এমন রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার পার্থসারথী কয়াল,সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায়,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ রায়,দিঘীরপাড় পঞ্চায়েত প্রধান শিলাদিত্য রায় সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct