আপনজন ডেস্ক: আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের চতুর্থ ছেলে ওমর বিন লাদেনকে ফ্রান্স থেকে নির্বাসিত করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটেইলেউ বলেছেন, ফ্রান্স থেকে ওমর বিন লাদেনকে নিষিদ্ধ করার আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর আগে তাকে নির্বাসিত করা হয়। তবে নির্বাসিত করার পর ওমর বিন লাদেনকে কোথায় পাঠানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওমর বিন লাদেনকে শিগগিরই ফ্রান্স ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতে যেন তিনি ফ্রান্সে প্রবেশ করতে না পারেন, সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।
ব্রুনো রেতেইল্যু পোস্টে উল্লেখ করেছেন, ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু মন্তব্য সন্ত্রাসবাদকে সমর্থন করে, এসব মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ আসার পর দেশটির আইনশৃঙ্খলা বিভাগ তদন্ত শুরু করে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করে। এরপরই ওমরকে ফ্রান্স ত্যাগের নির্দেশ দেয়া হয়। ওসামা বিন লাদেনের মোট ২৪ জন সন্তান রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যে ওমর অন্যতম। তিনি সিরিয়ার নাগরিক নাজওয়া ঘানেমের প্রথম সন্তান। ওমরের জন্ম সৌদি আরবে। ১৯ বছর বয়সে বাবার সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct