আপনজন ডেস্ক: ইতালিতে ইউরোপের বাইরের দেশগুলো থেকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের স্টে পারমিট বা নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাসের অনুমতি দেওয়ার সংখ্যা কমেছে। সেই সঙ্গে কমেছে সুরক্ষার জন্য আশ্রয় দেওয়ার সংখ্যাও।
ইতালির সরকারের পরিসংখ্যান বিভাগের সর্বশেষ ডাটা অনুযায়ী, ২০২৩ সালে ইউরোপের বাইরে থেকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের দেওয়া স্টে পারমিটের সংখ্যা তার আগের বছরের তুলনায় কমেছে। গত ৩ অক্টোবর এই তথ্য প্রকাশ করে সরকার।
এই সময়ে আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষার সুবিধার আওতায় দেওয়া আশ্রয়প্রাথীদের বসবাসের অনুমতির সংখ্যাও কমেছে।
সরকারের পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ইতালি সরকার মোট তিন লাখ ৩০ হাজার ৭৩০টি স্টে পারমিট দিয়েছে। এই সংখ্যা ২০২২ সালের তুলনায় ২৪ শতাংশ কম।
কমেছে কাজের অনুমতি
এ ছাড়া ২০২৩ সালে অভিবাসীদের ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি দেওয়ার সংখ্যাও কমেছে। সে বছর কাজের উদেশ্যে মোট ৩৯ হাজার স্টে পারমিট প্রদান করা হয়। এই সংখ্যা তার আগের বছরের তুলনায় ৪২ শতাংশ কম। দেশটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউরোপের বাইরের দেশ থেকে যাওয়া মোট ৩৬ লাখ ব্যক্তি স্টে পারমিট নিয়ে অবস্থান করছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct