আপনজন ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদ্য প্রয়াত প্রধান হাসান নাসরাল্লাহর সম্ভাব্য দুই উত্তরসূরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাসরাল্লাহর মৃত্যুর পর সাফিউদ্দিন তার উত্তরসূরি হবেন বলে মনে করা হচ্ছিল। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, আমরা হিজবুল্লাহর সক্ষমতাকে কমিয়ে দিয়েছি। আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি। যার মধ্যে নাসরুল্লাহ নিজেও রয়েছেন। নাসরুল্লাহর উত্তরসূরি এবং তার উত্তরসূরির উত্তরসূরিও নিহত হয়েছেন। তবে পরের দুজনের নাম উল্লেখ করেননি নেতানিয়াহু। পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, গত সপ্তাহে হিজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরে বিমান হামলা হলে সাফিয়েদ্দিন সেখানে ছিলেন। এটা ইসরায়েল আগে থেকেই জানতো। তাই সাফিয়েদ্দিন এখন কোন অবস্থায় আছেন, তা যাচাই করা হচ্ছে। আমরা জানলে জনসাধারণকে জানিয়ে দেয়া হবে।
গত সপ্তাহের ওই বিমান হামলার পর থেকে সাফিয়েদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি প্রকাশ্য কোনো বক্তব্যও দেননি। তাই তার মৃত্যুর আশঙ্কা নিয়ে প্রতিনিয়ত নানান জল্পনা-কল্পনা ডালপালা মেলছে। মঙ্গলবার ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের ভূগর্ভস্থ হিজবুল্লাহ স্থাপনার ওপর বিগত ২৪ ঘণ্টার মধ্যে চালানো ভারী বিমান হামলায় কমপক্ষে ৫০ জন যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে ছয়জন সেক্টর কমান্ডার এবং আঞ্চলিক কর্মকর্তাও রয়েছেন।
গাজার ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গত বছর থেকে প্রায়ই ইসরাইলে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও হুতি। পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সম্প্রতি লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে বড় পরিসরে হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী। এতে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।
২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন। পরদিন (২৮ সেপ্টেম্বর) হত্যার বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct