মারুফা খাতুন , কলকাতা, আপনজন: কার্লেস কুয়াদরাত ইস্টবেঙ্গলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করায়, আগামী মঙ্গলবার ইস্টবেঙ্গল অস্কার ব্রুজনকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে। বর্তমান মরসুমের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। পূর্বের ফলস্বরূপ ইস্টবেঙ্গলের রেকর্ড কিন্তু খুব একটা ভালো ছিল না। তাই ব্রুজনের কাছে ব্যাপারটা যে একটু চ্যালেঞ্জিং তা আর বলার অপেক্ষা রাখে না। অবিলম্বে প্রচুর চাপের সম্মুখীন হতে চলেছেন তিনি। আর তার কারণ - আগামী ১৯শে অক্টোবর কোচ হিসেবে তার প্রথম খেলাটি মোহনবাগান সুপার জায়ান্টস-এর বিপক্ষে হতে চলেছে। যেহেতু এর আগে ব্রুজন স্পোর্টিং ক্লাব ডি গোয়া, মুম্বাই এফসি, এবং মুম্বাই সিটি এফসির কোচ হিসেবে কাজ করেছেন। তাই ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে কাজ করা খুব একটা আকস্মিক কিছু নয়। কিন্তু ভক্তদের দেদার প্রত্যাশার ফলস্বরূপ ইস্টবেঙ্গলের আগামী ভবিষ্যত কি হতে চলেছে তা দেখার জন্য মুখিয়ে রইল সমস্ত দর্শকেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct