আপনজন ডেস্ক: টেস্টে অনেকদিন ধরেই অবিশ্বাস্য ধারাবাহিকভাবে পারফর্ম করছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। গত তিন বছরে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি করেছেন তিনি। এবার টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের কীর্তি গড়লেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।পাকিস্তানের মাটিতে ৩ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এই কীর্তি গড়েন রুট। ব্যাটিংয়ে নামার আগে টেস্ট চ্যাম্পিয়নশীপে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ২৭ প্রয়োজন ছিল রুটের। ম্যাচের দ্বিতীয় দিন বিকেলেই সেটা ছুঁয়ে ফেলেন তিনি।টেস্ট চ্যাম্পিয়নশীপে ৫৯ ম্যাচ খেলেছেন রুট। এখন পর্যন্ত ৫১.৭৪ গড়ে তার সংগ্রহ ৫ হাজার ১৯ রান। ২০ ফিফটির সঙ্গে তার সেঞ্চুরি আছে ১৬টি। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান ব্যাটার মার্নাস লাবুশানের সংগ্রহ ৪৫ ম্যাচে ৩৯০৪ রান। এরপর যথাক্রমে আছেন স্টিভ স্মিথ (৩৪৮৬), বেন স্টোকস (৩১০১) ও বাবর আজম (২৭৫৫)। বাংলাদেশ থেকে সেরা লিটন। ২৪ নম্বরে থাকা এই ব্যাটার ২৫ ম্যাচে করেছেন ১৭৩৯ রান। ৪ সেঞ্চুরি আর ১০ ফিফটি আছে তার।চলতি টেস্ট চ্যাম্পিয়নশীপেও সর্বোচ্চ রান জো রুটের। ১৭ ম্যাচে করেছেন ১৪৪৮ রান। দ্বিতীয় স্থানে ভারতের যশস্বী জয়সোয়াল। তার সংগ্রহ ১১ ম্যাচে ১২১৭ রান। ৮ ম্যাচে ৪৭৪ রান নিয়ে এই তালিকায় বাংলাদেশের সেরা মুমিনুল হক সৌরভ।২০১২ সালে টেস্ট অভিষেক হয় রুটের। এক যুগের ক্যারিয়ারে খেলেছেন ১৪৬ ম্যাচ। এ সময়ে ৫০.৬২ গড়ে করেছেন ১২৪৫৩ রান। ৬৫ ফিফটি আর ৩৪টি সেঞ্চুরি আছে তার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct