আপনজন ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রতিনিধি দলকে বলেছেন, সংসদে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-কে তারা কখনই সমর্থন করবেন না। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে সংশোধনী বিলের বিরোধিতা করার কারণ এবং এই বিলটি কীভাবে ওয়াকফ আইনকে দুর্বল ও লঘু করে এবং ওয়াকফ সম্পত্তি দখলের পথ প্রশস্ত করে তা জানায়। কেন্দ্রীয় সরকারের এই কাজ সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং দেশের বহুত্ববাদী কাঠামোর পরিপন্থী বলেও তাঁকে জানান তিনি।
সাইফল্লাহ মুসলিম পার্সোনাল বোর্ডের সাধারণ সম্পাদক ফজলুর রহিম মুজাদ্দিদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বোর্ডের পরিচয় করিয়ে দেন এবং বিলের বিভিন্ন বিধান সম্পর্কে তাঁকে অবহিত করেন। বোর্ডের কার্যনির্বাহী সদস্য ড. এস কিউ আর ইলিয়াস মুখ্যমন্ত্রীর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আদিবাসী ও প্রান্তিক অংশের কণ্ঠস্বর হিসাবে আমরা আপনার কাছ থেকে আশা করি যে আপনি এগিয়ে আসবেন এবং সংখ্যালঘুদের দমনের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে আমাদের সমর্থন করবেন। ধৈর্য ধরে শোনার পর মুখ্যমন্ত্রী প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, “আমি সবসময় মুসলিমদের ন্যায়সঙ্গত ইস্যুগুলির পাশে দাঁড়িয়েছি এবং তা অব্যাহত রাখব। এই বিদ্বেষপূর্ণ বিলটি যাতে সংসদে পাস না হয় তা দেখার জন্য আমি প্রয়োজনীয় সমস্ত প্রচেষ্টা নেব এবং আগামীকালই আমরা বিলটির বিরুদ্ধে আমাদের মন্ত্রিসভায় একটি প্রস্তাব পাস করব। প্রতিনিধি অবশেষে বিলের বিভিন্ন বিধানের সমালোচনামূলক অধ্যয়নের বিষয়ে একটি সংক্ষিপ্ত নোট তার কাছে জমা দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct