আপনজন ডেস্ক: জিততে হলে রেকর্ড গড়তে হত বাংলাদেশকে। রেকর্ড ২২২ রানের এমন কঠিন লক্ষ্যেই দিয়েছিল ভারত। মূলত স্বাগতিকদের ইনিংস শেষেই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গিয়েছিল। ম্যাচ শেষে সেটাই প্রমাণিত হল।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানে হেরে বাংলাদেশ যেন আনুষ্ঠানিকতা সারল। এ জয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত। এর আগে গোয়ালিয়রেও ভরাডুবি হয় বাংলাদেশের। ৭ উইকেটের বড় পরাজয়ের স্বাদ পায় তারা।
এ হারে দিল্লিতে বাংলাদেশের অপরাজিত থাকার গল্পও শেষ হলো। এই মাঠে সীমিত ওভারের দুটি ম্যাচ খেলে প্রতিটিতেই জিতেছিল বাংলাদেশ। ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিপরীতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ তৃতীয় ম্যাচ খেলতে নেমে ভারতের দেওয়া বিশাল লক্ষ্যের চাপে নুয়ে পড়েছেন নাজমুল হোসেন শান্ত-তাওহিদ হৃদয়রা।
২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুধু শুরুর গল্পটাই ভালো ছিল বাংলাদেশের। প্রথম ওভারে আর্শদ্বীপ সিংকে তিন চার হাঁকিয়ে বাংলাদেশের ইনিংস শুরু করেছিলেন পারভেজ হোসেন ইমন। ফিরতি ওভারে অবশ্য শোধ নিয়েছেন বাঁহাতি পেসার। দলীয় ২০ রানে বাংলাদেশি ওপেনারকে ব্যক্তিগত ১৬ রানে বোল্ড করে।
সেই যে শুরু এরপর উইকেটের মিছিলে যোগ দেন বাংলাদেশের অন্য ব্যাটাররা।
৬ রানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের এক সময় সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৪৬ রান। সেখানে থেকে দলীয় সর্বোচ্চ ৩৪ রানের জুটি গড়ে ধাক্কাটা সামলে নেন মাহমুদ উল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। ১৬ রানে মিরাজ আউট হওয়ার আবারো নিয়মিত উইকেট হারানো শুরু বাংলাদেশের।
তবে এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমিয়েছেন এই সিরিজ শেষেই বিদায় নিতে যাওয়া মাহমুদ উল্লাহ। নিজের বিদায়ী সিরিজ বলে কথা! ৪১ রান করে পরে দলকে ১৩৫ রানের সংগ্রহ এনে দেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসটি সাজান ৩ ছক্কায়। ৮৬ রানের জয়ের ম্যাচে ভারতের হয়ে প্রত্যেক বোলারই কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন। সিরিজের শেষ ম্যাচ আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct