নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ইস্তফা দিলেন ৬০ জন চিকিৎসক। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক করে গণপদত্যাগের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আগস্টে ধর্ষণ ও খুনের শিকার মৃত মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে আমরণ অনশনে থাকা চিকিৎসকদের প্রতি সংহতি জানাতে তারা পদত্যাগ করেছিলেন।শহরের কেন্দ্রস্থলে সাত জুনিয়র ডাক্তারের অনির্দিষ্টকালের অনশন ধর্মঘট এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে তাদের সহকর্মীদের সংহতি জানিয়ে ১২ ঘন্টার প্রতীকী অনশনের পরিপ্রেক্ষিতে শহরের দুটি প্রধান মেডিকেল কলেজ থেকে প্রবীণ চিকিৎসকদের গণ পদত্যাগ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিক্যাল কলেজের প্রবীণ চিকিৎসকদের একাংশ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁরাও সেই পথে হাঁটতে পারেন এবং পদত্যাগ করতে পারেন। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক স্নিগ্ধা হাজরা, তনয়া পাঁজা ও অনুষ্টুপ মুখোপাধ্যায়, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলস্তা আচার্য এবং কেপিসি মেডিক্যাল কলেজের সায়ন্তনী ঘোষ হাজরা শনিবার সন্ধ্যা থেকে আমরণ অনশন করছেন। রবিবার তাঁদের সঙ্গে যোগ দেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে অনিকেত মাহাতো।
কোচবিহার মেডিক্যাল কলেজের আরও দুই জুনিয়র ডাক্তারও সহকর্মীদের সমর্থনে টানা তৃতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন, জুনিয়র ডাক্তাররা বুধবার টানা পঞ্চম দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। জুনিয়র চিকিৎসকদের সমর্থনে মঙ্গলবার শহরে দু’টি মিছিল করে বুধবার শহরের করুণাময়ী মোড় থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর পর্যন্ত আরও একটি মিছিল নিয়ে আসার পরিকল্পনা করছিলেন প্রবীণ চিকিৎসকরা। কলকাতার দুর্গাপুজোর মণ্ডপগুলিতে অভয়ার বার্তা নিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের ইমেল করে বুধবার বৈঠকে ডাকেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সল্টলেকের স্বাস্থ্য ভবনে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাজ্যের টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের ডাক দেওয়া হয়। সেখানে জুনিয়র ডাক্তারদের ৮ থেকে ১০ জনের প্রতিনিধি দল যেতে পারবেন বলে ইমেলে জানানো হলেও প্রায় ২০-২৫জন জুনিয়র ডাক্তার রাত নটা নাগাদ।
স্বাস্থ্য ভবনে পৌঁছন। সেখানেও তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তোলেন। মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। বৈঠকে উপস্থিত থাকছেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী এবং ডিজি রাজীব কুমারও। বেশ কিছু মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা রয়েছেন বলে সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct