আমীরুল ইসলাম ,বোলপুর, আপনজন: বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ তার নিজগ্রাম নানুর থানার অন্তর্গত পাপুরি। এই পাপুড়ি গ্রামে বেশিরভাগ মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়। এই গ্রামের কিছু মানুষের বাস হিন্দু ধর্মালম্বী মানুষজনের। এই দুর্গোৎসব দেখার জন্য গ্রামের মানুষরা অন্য গ্রামে যেতে হতো। কিন্তু বিশিষ্ট সমাজসেবী ও বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ সেকথা মাথায় রেখে তাদের উদ্দেশ্যে যাহাতে গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে এই দুর্গোৎসবের আনন্দ উপভোগ করতে না হয় তাই তিনি নিজে এই গ্রামে দুর্গোৎসব প্রতিষ্ঠিত করেন। এই বছর দুর্গোৎসব ১৩ বছরে পা দিল। সেই থেকে প্রতিবছর কাজল শেখের উদ্যোগে এই দুর্গোৎসব পালিত হয়। খুব সুন্দর ভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে এই দুর্গোৎসবে চারদিন গ্রামের মানুষরা আনন্দে মেতে উঠেন। কারণ একদিকে মুসলিম সম্প্রদায়ের মসজিদ রয়েছে ১০০ মিটারের মধ্যে যেখানে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। মসজিদে আজানের সময় বা নামাজ পড়ার সময় কিছুক্ষণের জন্য গান, বাজনা চলতে থাকলে তা বন্ধ রাখা হয়।এটাই বাঙালির কালচার। দুর্গা পুজোর কয়েকদিন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আনন্দে মেতে উঠেন। এছাড়া পুজোর চার দিন সকলে মিলে একসাথে পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা আছে বলে জানান বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ।।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct