সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: চিকিৎসার গাফিলতিতে প্রসূতি মহিলার মৃত্যুর অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে।প্রথম সন্তান প্রসবের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হলে ,সন্তান প্রসবের পর মৃত্যু হয় প্রসূতি মায়ের,সেই ঘটনার পরে পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুর করে বলে অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিবার সূত্রে মৃত প্রসূতি মহিলার নাম জানা যায় সাবানা খাতুন (২০)।
বাড়ি বাবলা বোনা ইসলামপুর থানা এলাকায়। স্বামীর বাড়ি কুমনগর রানীনগর থানা।
দুই বছর আগেই বিবাহ হয় তার পরে প্রথম সন্তান প্রসবের জন্য প্রথমে ইসলামপুর হাসপাতাল ভর্তি হলে সেখান থেকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
গত তিন দিন আগে হাসপাতালে ভর্তি থাকার পরে মঙ্গলবার সকালে কন্যাসন্তানের জন্ম দেওয়ার পরেও সুস্থ থাকার পরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কোনো চিকিৎসক না থাকার কারণে বিনা চিকিৎসায় মৃত্যু হয় প্রসূতি মহিলার এমনি অভিযোগ করেন মৃতের পরিবারের সদস্যরা। যদিও এই ঘটনায় হাসপাতাল সুপার কে ফোন করলে ফোন বন্ধ থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনায় সঠিক বিচারের দাবি জানায় পাশাপাশি আটক হওয়া মৃতের বাবাকে ছেড়ে দেওয়ার দাবি করেন মৃতের পরিবার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct