সঞ্জীব মল্লিক , বাঁকুড়া, আপনজন: তিলোত্তমার বিচার সহ সারা রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনার বিচারের দাবীকে সামনে রেখে সারা রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পাশাপাশি বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে মঙ্গলবার সকাল থেকে প্রতীকী অনশন শুরু করলেন জুনিয়ার চিকিৎসকরা। আজ সকাল ৯ টা থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মূল ভবনের সামনে থাকা অবস্থান মঞ্চেই অনশন শুরু করেন জুনিয়ার চিকিৎসকরা। আজ পঞ্চমী। উৎসবের মাঝেই আজ বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের এই অনশন মঞ্চে মোট ১৬ জন জুনিয়ার চিকিৎসক অনশন শুরু করেন। গতকাল রাজ্যের মূখ্য সচিব জুনিয়ার চিকিৎসকদের দাবী পূরণের আস্বাস দেওয়ার পরেও কেন এই অনশন? অনশনকারী জুনিয়ার চিকিৎসকদের দাবী সরকারের সর্বোচ্চ স্তর থেকে দাবী পূরণের বারংবার আস্বাস সত্বেও দাবী পূরণের কোনো সম্ভাবনা দেখা না দেওয়াতেই অনশন আন্দোলনের পথেই যেতে তাঁরা বাধ্য হয়েছেন। প্রাথমিক শিক্ষকরা ত্রাণ সামগ্রী আমাদের মধ্যে বিতরণ করায় আমরা খুব খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct