নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্রকল্পের শিক্ষকরা বিগত জুন মাস থেকে বেতন মিলছে না, এমনকি পুজার বোনাসও মিলছে না এই অভিযোগে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী, কারিগরি শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা কমিশনার সহ অন্যান্য আাধিকারিকদেরকে দাবিপত্র পাঠানো হয়েছে এবং অবিলম্বে বকেয়া বেতন ও পুজার বোনাস মিটিয়ে দেওয়ার আর্জি জানানো হয়। বর্তমানে রাজ্যের ১৬১১ টি সরকার ও সরকার পোষিত উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে (যেমন- ইনফরমেশন টেকনোলজি , কনস্ট্রাকশন, হেল্থ কেয়ার, প্লাম্বিং ইত্যাদি) পাঠদানের জন্য ৩২২২ জন শিক্ষক কর্মরত আছেন । প্রায়শই অনিয়মিত বেতন মেলে বলে অভিযোগ। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন “চুক্তিভিত্তিক কর্মীদের প্রতি এই ব্যবস্থার বদল ঘটাতে সকলের রাস্তায় নামা উচিত”। ভুক্তভোগী শিক্ষক শুভদীপ ভৌমিক বলেন, এই বেতন সমস্যা বছরের প্রতিনিয়তই চলতে থাকে কিন্তু পুজোর আগে বেতন না দেওয়া এটা অমানবিক, ১১ বছরের দীর্ঘ বঞ্চনার অবসান চাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct