সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: জীর্ণ কাঠের সেতু দিয়ে ঝুকির পারাপার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের কাঠজ্বালা মানিকতলা সেতুতে । বাগজোলা খালের উপর কাঠ দিয়ে নির্মিত এই সেতুটি। সেতুটির পাশেই অবস্থিত মানিকতলা প্রাথমিক বিদ্যালয়। সেতু পেরিয়ে যেতে হয় শোনপুর পাইকারি সবজি বাজারে। যেতে হয় কারবালা উচ্চ বিদ্যালয় ও উত্তর কাশিপুর থানায়। সেতু দিয়ে যাতায়াত করেন শানপুকুর অঞ্চলের কাঠজ্বালা, মানিকতলা, মেটোআইট, ছেলেগোয়ালিয়া, শানপুকুর প্রভৃতি গ্রামের মানুষ।স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক বছর আগে কনক্রিটের সেতুটি ভেঙে খালের জলে তলিয়ে যায়। তখন কাঠের সেতু টি তৈরি করে সেচ দফতর। স্থানীয় মানুষের দাবি পুনরায় কংক্রিটের সেতু নির্মাণ করা হোক।মুঠোফোনে এবিষয়ে “আপনজন” প্রতিনিধির মাধ্যমে কাঠজ্বালা গ্রামের বাসিন্দা ফিরোজ আকরম এবং রেজাউল ইসলাম সেতুটির পুনর্নির্মাণ দাবি করেছেন। তাঁরা জানান, অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ঘুর পথে সবজি নিয়ে বাজারে যেতে সময় ব্যয় হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct