চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: জয়নগর নাবালিকা স্কুল ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার সঠিক তদন্তের দাবিতে মঙ্গলবার এপিডিআর দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির তরফে মিছিল করে গিয়ে বারুইপুর পুলিশ সুপারের অফিসে স্মারকলিপি জমা দেওয়া হয়। মিছিল শুরু হয় বারুইপুর স্টেশন থেকে। এদিন স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার অরূপ মুখোপাধ্যায়। এর আগে গত রবিবার এপিডিআর-এর এক প্রতিনিধি দল মহিষমারির ঘটনার তথ্যানুসন্ধান করে তাতে এপিডিআর এই সিদ্ধান্তে এসেছে যে: এই ঘটনার পিছনে পরিকল্পিত চক্রান্ত আছে। গ্রেপ্তার হওয়া যুবকের একার কাজ নয় এটা। আরও লোক ছিল সঙ্গে। গ্রেপ্তার হওয়া ছেলেটিকে এলাকার লোক কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে। তাকে প্রলুব্ধ বা প্ররোচিত করে কেউ অপরাধ মূলক কাজ করিয়ে নিতে পারে।
স্থানীয় একজন প্রভাবশালী কিন্তু বিক্ষুদ্ধ শাসক ঘনিষ্ঠ নেতাই নাকি পুলিশকে প্রথম ঐ যুবকের নাম বলেছেন। বলেছেন ও করে থাকতে পারে। তার পুলিশ গিয়ে তাকে ধরে নিয়ে আসে। ঐ নেতার সঙ্গে এপিডিআর কথা বলতে পারেনি। মঙ্গলবার এই সব তথ্য নিয়ে বারুইপুর জেলা পুলিশকে স্মারকলিপি দেওয়া হয়। এব্যাপারে এপিডিআর জানিয়েছে।
এপিডিআর এব্যাপারে আরও তথ্যানুসন্ধান চালাবে। আমরা স্মারকলিপিতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছি। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। এদিন এই স্মারকলিপি দিতে উপস্থিত ছিলেন এপিডিআরের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির পক্ষে সম্পাদক শাহানারা খাতুন ও সহ সম্পাদক মিঠুন মন্ডল, কেন্দ্রীয় কমিটির আলতাফ আহমেদ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct