নাজমুস সাহাদাত, কালিয়াচক, আপনজন: মঙ্গলবার মালদহের সুজাপুর বিধানসভা এলাকায় বিধায়ক তহবিল ও পঞ্চায়েত সমিতির একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন কলকাতা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রাক্তন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা সুজাপুর বিধানসভার বিধায়ক আব্দুল গণি। এদিন সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি, বামনগ্রাম মসিমপুর, কালিয়াচক-২ ও জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক আব্দুল গণি তার বিধায়ক তহবিল থেকে প্রায় পনেরো লক্ষ টাকা বরাদ্দে ত্রিশটি স্ট্রিট সোলার লাইটের শুভ উদ্বোধন করলেন।
এছাড়াও জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক তহবিল থেকে প্রায় সাত লক্ষ টাকার দুটি হাই সোলার লাইট ও ছাতরাগাছি বাঁধ হতে জুম্মা মসজিদ পর্যন্ত রাস্তার শুভ সূচনা করেন। এবং বিধায়ক তহবিলের প্রায় পাঁচ লক্ষ টাকায় ধারারা মদনপুর প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় ২৯ লক্ষ টাকা বরাদ্দে পাঠানটোলা থেকে জালালপুরের রাস্তার শুভ উদ্বোধন করেন বিধায়ক আব্দুল গণি। এদিন তিনি বিভিন্ন এলাকায় প্রায় ষাট লক্ষ টাকার সমস্ত কাজের ফিতে কাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন এবং আরও ত্রিশ লক্ষ টাকার কাজের অর্থাৎ সর্বমোট প্রায় নব্বই লক্ষ টাকার কাজের উদ্বোধন করলেন বিধায়ক।
এদিনের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন, মালদা জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আলিউল শেখ, সামিজুদ্দিন আহমেদ, আব্দুল আজিজ আল আমান প্রমুখ। বিধায়ক আব্দুল গণি জানান, এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও বিধায়ক তহবিল থেকে বিভিন্ন কাজের উদ্বোধন করলাম। এছাড়াও সারাদিন দুর্গোৎসব উপলক্ষে আমাদের সুজাপুর বিধানসভার আলিপুর-২, সিলামপুর-১ ও ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় অসহায় মানুষদের কিছু আগামনি শীতের বস্ত্র ও পুজো উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct