আপনজন ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ঘনিষ্ঠ কমরেড’ বলে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার পুতিনের ৭২তম জন্মদিনে অভিনন্দন জানিয়ে এই আখ্যা দেন তিনি।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে সম্পর্ক গভীর হয়েছে। দুই দেশের এমন ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ জানিয়েছে, কিম উভয় দেশের সম্পর্কের প্রশংসা করে বলেছেন- জুন মাসে পুতিনের পিয়ংইয়ং সফরের পর থেকে তারা ‘অজেয় ও চিরন্তন’ হয়ে উঠেছে।
উন বলেন, “আমাদের মধ্যে বৈঠক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক... ডিপিআরকে (উত্তর কোরিয়ার সরকারি নাম) -রাশিয়া বন্ধুত্বের চিরন্তন ভিত্তিকে আরও সুদৃঢ় করতে ইতিবাচক অবদান রাখবে।”
চলতি বছরের শুরুর দিকে, পুতিন ও কিম একটি চুক্তি স্বাক্ষর করেন। তাতে তারা প্রতিশ্রুতি দেন যে, দুই দেশের যেকোনও একটির বিরুদ্ধে ‘আগ্রাসন’ ঘটলে একে অপরকে সাহায্য করবে।
কিমের বিরুদ্ধে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তার বিনিময়ে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করার অভিযোগ রয়েছে। রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে বলে ক্রমবর্ধমান প্রমাণ পাওয়া গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct