আপনজন ডেস্ক: ইসরায়েলের সঙ্গে এক বছরের যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতির পরেও হামাস ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে পুনরায় উঠে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন হামাসের নির্বাসিত নেতা খালেদ মেশাল। এখনো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি যোদ্ধা নিয়োগ ও অস্ত্র উৎপাদন অব্যাহত রেখেছে বলেও জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৮ বছর বয়সী মেশাল বলেছেন, ফিলিস্তিনের ইতিহাস চক্রাকার। সংগ্রামের কোনো এক পর্যায়ে আমাদের অনেকে নিহত হয়েছে। আমাদের সামরিক সক্ষমতা হ্রাস পায়। কিন্তু স্রষ্টার অনুগ্রহে ফিলিস্তিনি চেতনা আবার শক্তিশালী হয়ে ফিরে আসে। অনেকটা পুরাণের ফিনিক্স পাখির মতো। পৌরাণিক গাঁথার এক জাদুকরী পাখি হচ্ছে ফিনিক্স। জীবনের সায়াহ্নে এসে এই পাখির সারা দেহে আগুন ধরে পুড়ে ছাই হয়ে যায়। সেই ছাই থেকে আবার জন্ম নেয় নতুন ফিনিক্স। ১৯৯৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত হামাসকে নেতৃত্ব দিয়েছেন মেশাল। ১৯৯৭ সালে বিষ ভর্তি ইঞ্জেকশন ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। প্রায় তিন দশকের বেশি হামাসকে নেতৃত্ব দেওয়া মেশাল গোষ্ঠীটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তিনি বর্তমানে হামাসের কূটনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিশ্বে বিবেচিত।সাক্ষাৎকারে মেশাল আরো বলেছেন, আমাদের যথেষ্ট পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র ধ্বংস করা হয়েছে। কিন্তু হামাস এখনো তরুণদের দলে নিয়োগ দিচ্ছে। তাছাড়া গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র উৎপাদন করা হয়েছে। অবশ্য তিনি এই বক্তব্যের প্রেক্ষাপটে বিস্তারিত তথ্য দেননি। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষকদের মতে, তার বক্তব্যের অর্থ হতে পারে যে, যত ক্ষয়ক্ষতিই হোক, হামাস যুদ্ধ চালিয়ে যাবে।সংঘাত প্রতিরোধ ও সমাধান নিয়ে কাজ করা অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান, দ্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার প্রোগ্রাম ডাইরেক্টর, জুস্ট আর হিল্টারমান বলেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বলব, হামাস এখনও বিলীন হয়ে যায়নি এবং কোনও একদিন তারা গাজার ক্ষমতা দখল করতে পারে।তিনি আরো বলেছেন, গাজা যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনো ইসরায়েলি পরিকল্পনার কথা জানা যাচ্ছে না। ফলে তখন যদি শাসন ক্ষমতায় শূন্যতা তৈরি হয়, তবে হামাস নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে পারে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে মেশালের সাক্ষাৎকার নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct