সারিউল ইসলাম , মুর্শিদাবাদ, আপনজন: গত ১লা সেপ্টেম্বর ইরানের একটি পণ্যবাহী জাহাজ ‘আরব আক্তার-১’ কুয়েতে প্রবেশ করার আগেই সমুদ্রে দুর্ঘটনায় ডুবে যায়। সেই জাহাজে তিনজন ভারতীয় এবং তিনজন ইরানের নাবিক ছিল। একসঙ্গে থাকা তিনজন ভারতীয় নাবিকের মধ্যে দু’জন ছিল চেন্নাইয়ের এবং একজন মুর্শিদাবাদের রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা অভিজিৎ সরকার (২৮)। দুর্ঘটনার পর থেকে তার দেহ নিখোঁজ থাকলেও পরবর্তীতে দেহের খোঁজ পাওয়া যায়। বাড়ি থেকে ডিএনএর নমুনা চেয়ে পাঠানো হয়। ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা হয় অভিজিতের দেহ। দুর্ঘটনার ৩৭ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় আমডহরা গ্রামের বাড়িতে পৌঁছাল অভিজিতের কফিনবন্দি দেহ। দেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে অভিজিতের মা-বাবা, স্ত্রী-কন্যা সহ আত্মীয়-স্বজন সকলেই। হাজারে হাজারে প্রতিবেশী বৃষ্টিকে উপেক্ষা করেও অভিজিতের বাড়িতে উপস্থিত হয়। যদিও ৩৭ দিনের পুরনো মৃতদেহ হওয়ার কারণে শেষবারের মতো কফিন খুলে তার মুখটি দেখানোর ব্যবস্থা করা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় জিয়াগঞ্জ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct