আপনজন ডেস্ক: কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও দাবি আদায়ে জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশন চলছে। এই অনশনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মঙ্গলবার আর জি কর হাসপাতালের সিনিয়র ৫০ চিকিৎসক গণ–ইস্তফা দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দফতেরের ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন এবং এক্স অফিসিও সেক্রেটারির প্রতি লেখা এক চিঠিতে এই গণ ইস্তফা দেওয়া হয় যেখানে প্রায় ৫০ জন সিনয়র ডাক্তার সই করেন। তারা লাইনে দাঁড়িয়ে গণ ইস্তফা পত্রে সই করে তা জমা দেন। সেই ইস্তফা পত্রে অনশনরত তাদের আট জুনিয়র সহকর্মীর স্বাস্থ্যের অবস্থা ‘ভীষণ দ্রুত অবনতির দিকে’ বলে উল্লেখ করলেও ইস্তফার কারণ হিসেবে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি’তে তদের পক্ষে ‘অনুকূল হাসপাতাল পরিষেবা’ দেওয়া কঠিন করে তুলেছে। বিশেষ করে জুনিয়র ডাক্তারদের চলমান কর্মবিরতি বিক্ষোভের পরিপ্রেক্ষিতে।
জমা দেওয়া ইস্তফা পত্রে বলা হয়েছে, আমরা আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা সর্বোত্তম হাসপাতাল পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তবে, বর্তমান পরিস্থিতি রোগীর যত্নের গুণগত মান সরবরাহ করা ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এরপরই চিঠিতে রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে, আন্দোলনরত চিকিৎসক এবং যারা অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন, তাদের সঙ্গে অবিলম্বে সমঝোতায় আসুন।এক চিকিৎসকদের ভাষ্য, এভাবে রাজ্যের চিকিৎসাব্যবস্থা চলতে পারে না। চিকিৎসকদের প্রতি হুমকিও মেনে নিতে পারেন না। তাই তারা জুনিয়র চিকিৎসকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে গণ–ইস্তফা দিলেন। অন্যদিকে নবান্ন জানিয়েছে, ইস্তফা গ্রহণ করা হলে তারা সরকারি সুযোগ–সুবিধা পাবেন না। ভবিষ্যতে সরকারি চাকরিও পাবেন না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct