রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ছাত্রছাত্রীদের মেধা বিকাশের লক্ষে অভিনব উদ্যোগে ‘আইডিয়াল ট্যালেন্ট সার্চ’ পরীক্ষার আয়োজন করলো অল ইন্ডিয়া আইডিয়াল টিচার এসোসিয়েশন তথা আইটা। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের চাচন্ড বাসুদেবপুর জ্বালাদিপুর হাইস্কুলে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা। এদিনের এই পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেনী পর্যন্ত প্রায় ছয় শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আইডিয়াল টিচার এসোসিয়েশন আইটার ব্লক সভাপতি আরিফ হোসেন, জামায়াতে ইসলামী হিন্দের ব্লক সভাপতি ওয়াকিল আহমেদ সহ অন্যান্য শিক্ষক বৃন্দ। পরীক্ষা উপলক্ষে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। এদিন ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার পাশাপাশি অভিভাবকদের নিয়ে বিশেষ আলোচনাও পেস করা হয় অল ইন্ডিয়া আইডিয়াল টিচার এসোসিয়েশনের পক্ষ থেকে। পরীক্ষায় সেরা ছাত্রছাত্রীদের রাজ্য, জেলা ও ব্লক ভিত্তিক পুরুস্কার প্রদান করার পাশাপাশি ৬০ শতাংশের উপরে নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হবে বলেও জানানো হয় শিক্ষক সংগঠনের পক্ষ থেকে। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভার বিকাশ এবং ও এম আর এর মাধ্যমে এখন থেকেই পরীক্ষায় বসার জন্য তাদের অভিনব উদ্যোগে প্রস্তুত করতে অল ইন্ডিয়া আইডিয়াল টিচার এসোসিয়েশনের এধরনের উদ্যোগকে সাধুবাদ জানান অভিভাবক থেকে শুরু করে বিশিষ্টজনেরা। আগামী ৩০ নভেম্বর ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলেও জানিয়েছেন আইটা কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct