আসিফ রনি, বহরমপুর, আপনজন: মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে বহরমপুর রবীন্দ্র সদনে ২০২৪ এর দুর্গাপূজা গাইড ম্যাপের শুভ উদ্বোধন করলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব।
রবিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সূর্য প্রতাব যাদব, আইপিএস মাজিদ ইকবাল খান,সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় , বহরমপুর থানার আইসি উদয় শংকর ঘোষ সহ বিভিন্ন থানার আইসি এবং ওসি।
এদিন পুলিশ সুপার বলেন তিনি মুর্শিদাবাদ পুলিশ জেলার প্রতিটি পৌরসভায় বড় পুজোর ক্ষেত্রে দর্শনকারীদের সুবিধার্থে এই ম্যাপ তৈরি করা হয়েছে । পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব তিনি বলেন গতবারের ন্যায় এবারও আমরা পুজো গাইড ম্যাপ উদ্বোধন করলাম। আমাদের জেলায় প্রতি পৌরসভায় যে বড় পুজো গুলি আছে যেখানে পুজো দেখতে দর্শনার্থীরা ভিড় করেন সেইসব পূজা মন্ডপ গুলির সম্পূর্ণ নির্দেশিকা দিয়ে কোথায় পার্কিং করবে কোথায় নো এন্টি থাকবে প্রভৃতি সব তথ্য থাকবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct