মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ডিভিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে গোটা রাজ্যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম এলাকা জামালপুর থানা। রবিবার আবার জামালপুর ব্লকে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলাশাসক আইএএস আয়েশা রানি। তিনি আজ জোতশ্রীরাম অঞ্চলের কোরা ও শিয়ালী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন। ওই গ্রাম দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ হিসাবে চাল, আলু, মুড়ি, তেল, হলুদ, নুন, লঙ্কা, বিস্কুটসহ নানা প্রয়োজনীয় জিনিস দেন। এরই সঙ্গে পোশাক হিসাবে শাড়ি, চুড়িদার, বাচ্চাদের জামা, প্যান্ট, ফ্রক তুলে দেন। বাচ্চাদের জন্য চকলেট, বিস্কুট ও চিঁড়েভাজার প্যাকেটও প্রদান করেন।
তার সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিয় দাস, বিধায়ক অলক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, বিডিও পার্থ সারথী দে, পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভূতনাথ মালিক, তাবারক আলী মন্ডল, তপন দে সহ অন্যান্যরা।
জেলাশাসক জানান, তিনি দায়িত্ব নেবার পর আজ দ্বিতীয়বার জামালপুরে এলেন। প্রথম দিন তিনি জারোগ্রাম অঞ্চলের সাজামানতলায় এসেছিলেন, আর আজ এলেন জোতশ্রীরাম অঞ্চলের কোরা ও শিয়ালী গ্রামে। তিনি সকলের সাথে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ খবর নেন এবং ত্রাণ বিতরণ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct