সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: ‘নবীজির (সাঃ) নীতি আদর্শ মতামত অত্যন্ত ভালো লাগে, ইসলাম ধর্মের আদর্শে আমি অনুপ্রাণিত, মুগ্ধ।’ ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্প্রীতি সভায় বললেন খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত। রবিবার খড়গ্রাম বিডিও অফিসের রবীন্দ্র ভবনে পুজোর প্রাক মুহূর্তে ইমাম-মুয়াজ্জিন এবং পুরোহিতদের নিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশীষ মার্জিত, বিশিষ্ট সমাজসেবী জোসেফ হোসেন, ইমাম মুয়াজ্জিন সংগঠনের ব্লক সম্পাদক আমিরুল ইসলাম সহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং এলাকার পুরোহিতরা। পুজোর সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কি কি করনীয় বা কি কি নয়, সে বিষয়ে আলোচনার উদ্দেশ্যে এই সভা করা হয় বলে জানান ইমাম সংগঠনের ব্লক সম্পাদক আমিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আশীষ মার্জিত বলেন, ‘ইমামরা যে বার্তা দেন, সেই বার্তাই আমার খড়গ্রাম বিধানসভা আলোকিত থাকে। কুরবানীর দিন শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় নামাজের পর কুরবানী শেষে শিব ভক্তদের জলযোগের ব্যবস্থা করেন মুসলিম ভাইয়েরা। পুজোর শুরু থেকে বিসর্জন সব জায়গায় সহযোগিতা পাওয়া যায় তাদের। তাই ইমামদের আন্তরিকভাবে সালাম-শ্রদ্ধা জানাই। তাদের সর্ব ধর্মের প্রতি শ্রদ্ধা, ভালোবাসাকে কুর্ণিশ জানায়।’ তিনি আরও বলেন, ‘নবীজির (সাঃ) নীতি-আদর্শ, মতামত আমার অত্যন্ত ভালো লাগে। ইসলাম ধর্মের নীতি আদর্শে আমি অনুপ্রাণিত-মুগ্ধ। তাই তারা ডাকলে আমি সেখানে হাজির হই।
খড়গ্রামের সম্প্রীতি সারাদেশে ছড়িয়ে পড়ুক বলে জানান বিধায়ক আশীষ মার্জিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct