নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সম্প্রতি মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেছে। সেই পরিদর্মনের পর একাধিক মুখ্য সম্প্রসারকদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এই সমস্ত মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগ করার জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত পলিসি গ্রহণ করতে হবে তা না হলে এই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে পরবর্তীকালে তারা ফরমাল মাদ্রাসায় নবম শ্রেণীতে ভর্তি হয়ে উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। অথচ শিক্ষকের অভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী দিনে ছাত্র-ছাত্রীরা পঠন-পাঠন করার আর সুযোগ পাবে কিনা তা যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। এছাড়া সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রেও আরো একটু উদ্যোগ নিতে হবে কারণ এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে এলাকার দুস্থ গরিব ছেলেমেয়েরা বেশির ভাগই পড়াশোনা করে। অনেক এম এস কে মাদ্রাসা আছে সেগুলো খুব পিছিয়ে পড়া এলাকায়।
মাদ্রাসা শিক্ষা কেন্দ্র গুলির শিক্ষক শিক্ষিকাদের বেতন অত্যন্ত কম হওয়ার ফলে তারাও স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। সরকারি অন্যান্য বিভাগের কর্মীদের অনুযায়ী অত্যন্ত কম বেতনে এরা কাজ করছে।
অথচ ফরমাল মাদ্রাসার শিক্ষকদের মতই এই সমস্ত শিক্ষকদের ডিউটি পালন করতে হয়। মাদ্রাসা শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ও নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে হয়। সমিতির মুখপাত্র সাজ্জাদ হোসেন মুখ্যমন্ত্রীর কাছে সমিতির পক্ষ থেকে আবেদন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তথা মাদ্রাসা শিক্ষা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষক নিয়োগের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মাদ্রাসা শিক্ষা কেন্দ্রগুলিকে স্বমহিমায় ফিরিয়ে দিন। তাহলে এই গরিব পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত হবে না । তা না হলে এই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলিতে শিক্ষকের সংখ্যা এত বেশি কমে হয়েছে যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বাভাবিকভাবেই মৃত্যু পথের যাত্রী হবে। মুখ্যমন্ত্রীর স্বপ্ন কন্যাশ্রী, রূপশ্রী ,সবুজ সাথী জা বাংলার ছাত্র-ছাত্রীদের কে উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন আলোর দিশা দিয়েছে।প্রতিনিধি দলে নেতৃত্ব দেন রফিকুল ইসলাম, আলী হোসেন,রাজ্য কনভেনার সৈয়দ সাফাকাত হোসেন, মুখপাত্র তথা যুগ্ম সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct