বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: আর মাত্র কয়েকটা দিন। তার পর দুর্গা পূজা। আর এই পুজোর সময় নতুন পোশাক পরতে কার না ভালো লাগে! আর যদি সেই উপহার বাড়ি বয়ে আসে। কড়া নাড়ছে তৃণমূল, বাড়িতে কেউ আছেন? দরজা খুললেই হাতে তুলে দেওয়া হচ্ছে উৎসবের উপহার। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী তো আছেই,সেটা তো গোটা রাজ্যের জন্য। তবে এবারও কেবল মাত্র ডায়মন্ড হারবারের জন্য নির্দিষ্ট দেওয়া হল অভিষেকের উৎসবের উপহার। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছরেও এই উৎসবের উপহারের ব্যবস্থা করেছিলেন। দলের সৃশ্য নেতৃত্ব রা তারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিভিন্ন নির্দিষ্ট জায়গায় সকল কে দুর্গা পূজার উপহার দিয়ে ছিলেন। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন, এবার বুথের দায়িত্বে থাকা নেতা নিজেরা দায়িত্ব নিয়ে এই উৎসবের উপহার সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।
সারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে র পাশাপাশি ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষক সামীম আহমেমের নেতৃত্বে এই বিধানসভা কেন্দ্রের সকল জায়গার পাশাপাশি বাসুল ডাঙ্গা অঞ্চলে চাঁদা গ্রামে এই উপহার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে এলেন ১৮৯ নম্বর বুথের মেম্বার এনায়েত হোসেন মোল্লা ও যুব সভাপতি মইদুল সাপুই সহ দলের স্থানীয় কর্মী সমর্থকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct