সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: ঝাড়খণ্ডের মুড়াবেড়িয়া সহ বিভিন্ন এলাকা থেকে চোলাই মদ বীরভূমের লোকপুর খয়রাশোল কাঁকরতোলা রাজনগর থানা এলাকা দিয়ে জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছানোর খবর আগেভাগেই ছিল। সম্প্রতি দুর্গা পুজোর উদ্যোক্তাদের মধ্যেও থানার পক্ষ থেকে মদের সম্বন্ধে ওয়াকিবহাল করেন এবং এলাকায় অশান্তি,বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি যেন না হয় তা সকলের দায়িত্ব। তার জন্য সকলকে সতর্ক থাকতেও বলেন। রবিবার লোকপুর থানার ওসি গোপন সূত্রে খবর পান যে ঝাড়খন্ড দিক থেকে মোটরসাইকেলের মধ্যে বস্তা ভর্তি অবৈধ চোলাই মদ পাচারের উদ্দেশ্যে লোকপুর দিয়ে ঢুকছে । রবিবার রাত্রি দশটা নাগাদ স্থানীয় থানার বারাবন জঙ্গল মোড়ে এএসআই অরূপ কুমার দাস সহ অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে নাকা চেকিং চলাকালীন ঝাড়খণ্ড দিক দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলের পেছনে বস্তায় বাঁধা কিছু নিয়ে পার হওয়ার সময় পুলিশ আটক করে তল্লাশি অভিযান চালিয়ে ৮০ টি পাউচের মধ্যে ১০৪ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করে। অবৈধ চোলাই মদ ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ধৃতের পরিচয়ে পুলিশ জানতে পারেন ঝাড়খন্ডের কুন্ডহিত থানার সিঙ্গাপুর গ্রামের বাসিন্দা কেশব মন্ডল। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারেন যে ঝাড়খন্ড থেকে চোলাই মদ দুবরাজপুর থানার কালীতলা এলাকায় পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করেছিল। লোকপুর থানার পক্ষ থেকে ধৃতকে সোমবার দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct