সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: শারদোৎসবের আগে গত কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টিতে চরম সমস্যায় বাঁকুড়ার কৃষিজীবি মানুষ। ধার-দেনা করে চাষ করেও উৎপাদিত শাক সব্জী জমিতেই নষ্ট হতে শুরু করেছে। ফলে একদিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষীরা, অন্যদিকে বাজারে যোগান কম থাকায় শাক সব্জীর দামও অগ্নিমূল্য।
রবিবার সকালে বাঁকুড়া শহরের চক বাজারে গিয়ে দেখা গেল, ফুলকপি ৯০, ঝিঙ্গা ৪০, শশা ৪০, টমেটো ১০০ বেগুন ১০০, বরবটি ১২০, কাঁচা লঙ্কা ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিন উৎপাদিত শাক সব্জী নিয়ে বাজারে বিক্রি করতে আসা স্থানীয় সানবাঁধা গ্রামের হারু মণ্ডল, সব্জী চাষ করেই সংসার চলে কিন্তু বৃষ্টিতে সব শেষ করে দিল, এখন দৈনন্দিন সংসার খরচ কি করে চলবে, আর পূজার খরচ কিভাবে চলবে ভেবে পাচ্ছিনা। ফলে চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বেড়েছে। একদিকে উৎপাদন খরচ বেড়েছে, অন্যদিকে কৃষি শ্রমিকের অভাব। এই অবস্থায় সব্জীর এই দাম বাড়ায় তাদের মতো চাষীদের কোন লাভ হয়নি বলেই তিনি দাবি করেন।
একই কথা বলেন বিক্রেতারাও, তাদের কথায়, বৃষ্টিতে সব শাক সব্জী নষ্ট হয়ে গেছে। ফলে স্বাভাবিক নিয়মে সব ধরণের সব্জীর দাম বেড়েছে বলে তারা জানান।
বাজারে এসে ছ্যাঁকা খাওয়ার অবস্থা মধ্যবিত্তের। তাদের কথায়, দৈনন্দিন সংসার খরচ চালানোই জটিল হয়ে পড়ছে। পূজোর আগে সব্জী বাজারে এসে ‘পকেট’ খালি হচ্ছে বলে তারা জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct